প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:১২
রাজধানীর সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিস কর্মী মো. সোহানুর জামান নয়নকে চাপা দিয়ে পালানো চালক আটক
রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের এক কর্মী মো. সোহানুর জামান নয়ন (নিহত) কে কাভার্ডভ্যান চাপা দিয়ে পালানোর ঘটনায় চালককে আটক করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনা ও ফায়ার সার্ভিসের কার্যক্রমফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর আসে। প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিস ইউনিটটি কাজ শুরু করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পর্যায়ক্রমে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মী মো. সোহানুর জামান নয়ন বিকল্প পানির ব্যবস্থা করতে গিয়ে এক সময় রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
কাভার্ডভ্যান চালকের পালানোর চেষ্টা ও আটকপ্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করেন। গণপূর্ত ভবনের সামনে শিক্ষার্থীরা চালকের গতিরোধ করেন। তারা মোটরসাইকেলে করে চালককে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।
শিক্ষার্থীরা জানান, চালক তাদের টাকা দিয়ে বিষয়টি রফাদফা করার প্রস্তাব দেন। এ সময় উত্তেজিত জনতা চালককে মারধরের চেষ্টা করলেও সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত কর্মীর অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগফায়ার সার্ভিস কর্মী মো. সোহানুর জামান নয়ন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মাথায় হেলমেট থাকলেও ধাক্কায় তা খুলে যায় এবং রাস্তায় রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, আগুন লাগার পর পুলিশ সচিবালয়ের সামনের রাস্তা বন্ধ করেনি। এতে বড় যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হয়নি, যা এই দুর্ঘটনার জন্য আংশিক দায়ী।
ফায়ার সার্ভিসের বিবৃতিফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, দুর্ঘটনায় আহত কর্মী মো. সোহানুর জামান নয়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে তার মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করছে।
উপসংহারসচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ড এবং সড়ক দুর্ঘটনার এ ঘটনা বড় ধরণের অব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করে। জননিরাপত্তার জন্য রাস্তা বন্ধ এবং বড় যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ব্যর্থতা স্পষ্ট। ফায়ার সার্ভিস কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।